সিলেট ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে উপর্যুপরি তিন দফা বন্যায় গ্রামীন রাস্তা-ঘাটের মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। বন্যায় বহু রাস্তা ভেঙ্গে অস্থিত্বহীন হয়ে পড়েছে। অসংখ্য রাস্তা ভাঙ্গা-চুরা অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে গ্রামীণ জনগোষ্ঠি যোগাযোগ ক্ষেত্রে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। আবার কিছু-কিছু এলাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্থানীয় লোকজন সড়ক সংস্কার করতেও দেখা গেছে।
বৃহস্পতিবার ছাতক সদর ইউনিয়নের শ্যামপাড়া-কান্দিগাঁও সড়কের বিভিন্ন ভাঙ্গা অংশ সংস্কার করেছেন এলাকাবাসী। ছাতক সদর ইউনিয়নের বেশক’টি ভাঙ্গা রাস্তা পাকা করন ও কয়েকটি ড্রেন নির্মাণের দাবী তুলে ২৬ জুলাই সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বরাবরে একটি লিখিত আবেদন দিয়েছেন ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওযার্ডের সদস্যা আফিয়া বগেম। আবেদনে উল্লেখ করা হয়, ৩ দফা বন্যায় তার এলাকার রাস্তাঘাট ভেঙ্গে যাওয়া যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে সাধারন মানুষ। বহু কাচা-ঘরবাড়ি বন্যার কারনে ক্ষতিগ্রস্থ হয়েছে।
তার আবেদনে কমর আলী উচ্চ বিদ্যালয় থেকে কাজী হাটা গ্রাম পর্যন্ত রাস্তা পাকাকরন, কাজী হাটা গ্রামের ব্রীজ থেকে কুনুয়ারা বেগমের বাড়ি রাস্তায় মাটি ভরাট, কাজী হাটা গ্রামের মনোহর আলীর বাড়ির সামন থেকে ফয়সল মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করন, মাটি ভরাট ও ১টি ড্রেন, কাজী হাটা ব্রীজ থেকে কাকুরা নদীর পার পর্যন্ত রাস্তা পাকাকরন ও মাটি ভরাট, মুক্তিরগাঁও মাদ্রাসা থেকে কাকুরা নদীর পার পর্যন্ত রাস্তা পাকাকরন, মাটি ভরাট ও ড্রেন নির্মান, কান্দিগাঁও হাজী আব্দুল খালিকের বাড়ি হতে কাকুরা নদীর পার পর্যন্ত রাস্তা পাকাকরন, মাটি ভরাট ও ড্রেন নির্মান, রাতগাঁও পয়েন্ট হতে মল্লিকপুর মডেল স্কুলের রাস্তা পাকাকরন ও মাটি ভরাট, তিররাই গ্রাম হতে কাকুরা নদীর পার পর্যন্ত রাস্তা পাকাকরন, মাটি ভরাট ও ড্রেন নির্মান, মানসীনগর ব্রীজের মুখ হতে তিররাই গ্রামের সংযোগ সড়কে মাটি ভরাট ও ড্রেন নির্মাণের দাবী জানানো হয়। পাশাপাশি বন্যায় তার এলাকার ক্ষতিগ্রস্থদের অসহায় মানুষদের আর্থিক সহায়তা প্রদানেরও দাবী জানান তিনি।