ছোট বোনকে গলা টিপে হত্যা করলো ভাই

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০

লন্ডন বাংলা ডেস্কঃঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের রসুলপুর গ্রামে কুলছুম (২০) নামে এক কিশোরী আপন ভাইয়ের হাতে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।নিহত কিশোরী চানন্দী ইউনিয়নের রসুলপুর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

 

স্থানীয় মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল হালিম ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে গতকাল শুক্রবার রাতে ভাই-বোনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে নিহতের বড়ভাই শফি আলম তার গলাটিপে ধরলে কুলছুমের মৃত্যু হয়। পরে লাশ বাড়ির সামনে ডোবার মধ্যে ফেলে দেয়।

Spread the love