বিশ্বনাথে বৃদ্ধ ও এক গৃহবধুর লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০

বিশ্বনাথে বৃদ্ধ ও এক গৃহবধুর লাশ উদ্ধার
প্রতিনিধি/বিশ্বনাথ::
সিলেটের বিশ্বনাথে পৃথক ঘটনায় এক  ‍গৃহবধুর ও এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬০ বছর বয়সী বৃদ্ধের নাম আনোয়ার আলী। নিজ বসত ঘরে বিষপানের পর রোববার (০৯ আগষ্ট) ভোররাত ৪টারদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
আগেরদিন শনিবার রাত ৮টারদিকে তার ৩ ছেলের সঙ্গে কলহের জেরে তিনি (কীটনাশক) বিষপান করেন। পরবর্তিতে ওসমানী হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা। এরপর পুলিশ লাশ নিহতের উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জামাল আহমদ।
এদিকে শনিবার (০৮ আগষ্ট) রাতে লুৎফা বেগম (২৮) নামের একসন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। স্বামীর বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় (ঝুলন্ত) তার লাশ উদ্ধার করা হয়। তিনি খাজাঞ্চি ইউনিয়নের এনায়েতপুর (তবলপুর) গ্রামের লাল মিয়ার স্ত্রী। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই দেবাশীষ শর্ম্মা। এ বিষয়ে লুৎফার ভাই মো: আবু সাহেদ বিশ্বনাথ থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন, (মামলা নং ১৮)।

Spread the love

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930