প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
বিশ্বনাথ উপজেলা দলিল লেখক সমিতির কার্যকরী কমিটির সদস্য সাইদুল ইসলামের পিতা আজমত আলীর মৃত্যুতে শোকসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে সমিতির অস্থায়ী কার্যালয়ে এ দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি কলমদর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় শোকসভা ও দোয়ামাহফিল উপস্থিত ছিলেন, উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি, প্রবীণ দলিল লেখক হাজী ফয়জুর রহমান, বর্তমান দলিল লেখক কমিটির সহ-সভাপতি সাকির মিয়া মধু, সাবেক সাধারণ সম্পাদক সাজিদ আলী, বর্তমান কমিটির অর্থ সম্পাদক জুয়েল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল খালিক, ক্রীড়া-সাংস্কৃতিক ও স্বাস্থ্য সম্পাদক কার্যকরী কমিটির সদস্য সাইদুল ইসলাম, আপ্তাব উদ্দিন, দলিল লেখক গুলজার খান, দক্ষিণ সুরমা দলিল লেখক সমিতির সদস্য আব্দুল আলিম রুমন, স্টামভেডার শামীম আহমদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন প্রবীণ দলিল লেখক আব্দুল আজিজ।