সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া নতুনপুঞ্জি গ্রামে সরকারি রাস্তার পাশে থাকা সেই দোকান উচ্ছেদ করা হয়েছে। বেশ কিছুদিন ধরে সরকারি জায়গায় টং দোকান বসিয়ে সরকারি জায়গা দখলের চেষ্টা করে এলাকার বিতর্কিত ব্যক্তি আক্তার হোসেন। এ নিয়ে জনমনে ক্ষোভ, সংঘর্ষ ও প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন-নিবেদন করা হয়।
অবশেষ ১০ আগস্ট সোমবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারি জায়গা থেকে সেই দোকানটি উচ্ছেদ করেন। এতে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে আসে।