চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন হারুনুর রশীদ(২৪) নামের এক পুলিশ সদস্য। তাকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। রোবাবর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। হারুনুর রশীদ একই ইউনিয়নের নিজগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা জইন উদ্দিনের পুত্র।

 

এ ঘটনায় হামলাকারী একই গ্রামের মৃত সামছুদ্দিন মিরার পুত্র কামরান মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিকভাবে হারুনুর রশীদের সাথে তার চাচাতো ভাই কামরানের দীর্ঘদিন ধরে ভুমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সিলেট পুলিশ লাইনে কর্মরত হারুনুর রশীদ ঈদের ছুটি কাটাতে বাড়িতে এসে তিনি বিরোধকৃত ভুমি নিয়ে প্রতিপক্ষের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। রোববার রাতে ছনবাড়ি বাজারে ওই বিরোধকৃত ভুমি নিয়ে চাচাতো ভাই কামরানের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়লে এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাটে গুরুতর আহত হন পুলিশ সদস্য হারুনুর রশীদ।

 

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এসময় ঘটনাকারী আত্মরক্ষার জন্য পাশ্ববর্তি বিজিবি ক্যাম্পে ঢুকে পড়ে। পরে বিজিবি জোয়ানরা হামলাকারী কামরানকে থানা পুলিশে সোপর্দ করেন।

 

এ ঘটনায় আহতের ভাই শাহজাহান আলম বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা(নং-১২) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার এসআই লিটন দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Spread the love