জকিগঞ্জে গৃহবধুর মৃত্যু, হাসপাতাল থেকে স্বামী আটক

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

প্রতিনিধি/জকিগঞ্জঃঃ

সিলেটের জকিগঞ্জে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহবধুর স্বামীকে হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি জকিগঞ্জ ইউনিয়নের হোসনাবাদ গ্রামের বাবুলাল বিশ্বাসের ছেলে প্রজ্জয় কুমার বিশ্বাস (৩৫)। তিনি জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক পদে কর্মরত বলে জানা গেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রজ্জয় তার স্ত্রী পলিসুতাকে নিয়ে আলমনগর গ্রামে বাসা ভাড়া করে বসবাস করেন। মঙ্গলবার তার স্ত্রীকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে স্বামীকে আটক করে এবং লাশ উদ্ধার করে মায়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত গৃহবধুর গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তার স্বজনরা আসার পর আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের জানান, গৃহবধুর রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে পুলিশ তার স্বামীকে আটক করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রেম করেই তাদের বিবাহ হয়েছিলো। সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে কলোহ ছিলো। নিহত গৃহবধুর স্বামীর দাবী, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রকৃতপক্ষে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা সেই রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Spread the love

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31