সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
পল্টনে বোমা বিস্ফোরণে জড়িত নব্য জেএমবি’র পাঁচ সদস্যকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম বিভাগ। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন। তিনি জানান, নব্য জেএমবি’র পাঁচ সদস্যকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি জঙ্গি হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। এতে পুলিশকে টার্গেট করে পুলিশ সদস্যদের ওপর বা পুলিশের স্থাপনায় হামলা হতে বলে আশঙ্কা করা হয়েছে। এর মধ্যেই গত ২৪ জুলাই শুক্রবার পল্টনে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। একদিন পর একই এলাকা থেকে একটি বোমা সাদৃশ বস্তু উদ্ধার করা হয়।