সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।বুধবার দুপুর ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।ফেসবুকে দেয়া পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘আমি করোনা পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন।’
২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন (৫০) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।সংসদে রুমিন ফারহানার জোরালো বক্তব্য নানা সময়ে আলোচিত হয়। তিনি জাতীয় নেতা অলি আহাদের মেয়ে।