সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
টিকিট না পেয়ে বাংলাদেশ বিমান, সিলেট অফিসের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। এসময় তারা আম্বরখানা-বিমানবন্দর সড়কও অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। বুধবার (১২ আগস্ট) সকাল থেকেই সিলেটের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দুবাই প্রবাসীরা বিমান অফিসে ভিড় করতে থাকেন। এসময় বিমান অফিস কর্তৃপক্ষ আগামী ৩০ তারিখ পর্যন্ত বিমানের কোন সিট খালি নাই বললে বিক্ষোভ শুরু করেন প্রবাসীরা।
প্রবাসীরা বলছেন, করোনাভাইরাসের আগে রিটার্ন টিকেটসহ দেশে ফিরলেও বর্তমানে তারা আবার দুবাই ফিরতে পারছেন না। কারণ বিমান অফিস বলছে, আগামী ৩০ তারিখ পর্যন্ত কোন সিট খালি নেই। অথচ এজেন্সির মাধ্যমে গেলে বেশি টাকায়ও টিকেট মিলছে।
সিলেট জেলার ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, বাংলাদেশে বিমানের টিকিট সঙ্কটের কারণে সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা অফিসের সামনে জড়ো হয়েছেন। আগামী ৩০ তারিখ পর্যন্ত বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই আসন খালি নেই। তবে তাদের কাগজপত্রের ফটোকপি আমরা রেখে দিচ্ছি, যখনই টিকিট অ্যাভেলেবল তাদেরকে মেসেজ দেয়া হবে।