রংপুরে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূর উপর হামলা

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

রংপুরে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূর উপর হামলা

প্রতিনিধি/ রংপুরঃঃ

রংপুরে জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূকে হামলা ও মারপিট কারার অভিযোগ পাওয়া গেছে। রংপুর মহানগরীর ১৫ নং ওয়ার্ডের বিনোদপুর এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে পূর্বশত্রুতার জের ধরে গৃহবধূ হালিমা খাতুন (৩৫) অতর্কিত হামরা ও  মারপিট করেন  পার্শবর্তী পরিবারের লোকজন। ।গত সোমবার  হালিমা খাতুন বাবার বাসা থেকে শ্বশুর বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, হালিমা খাতুনের স্বামী ঢাকায় চাকুরী করেন। ঈদ উপলক্ষে হালিমা খাতুন তার গ্রামের বাড়িতে আসেন। হালিমা খাতুনের বাবার বাসা আর শশুর বাসা একই এলাকায়। কিন্তু, জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে পথ রোধ করে মারপিট করেন একই এলাকার  বিনোদপুর গ্রামের আব্দুল লতিফ মিয়া (৪৫)  এছাড়া,  সিদ্দিক মিয়া (৪০)  মজিদা বেগম (৬৫)  শারমিন বেগম (২৫) , মোছাঃ পিয়ারী বেগম (৪০)  আছিয়া বেগম (৩৫)  আমেনা বেগম (৩৭) ।

হালিমার বাবা হাবিবুর রহমান জানান, আমার মেয়ে আমার বাড়ি থেকে তার স্বামীর বাড়ি যাওয়ার পথে আসামীগণ তার পথ আটকায়ে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।  গালিগালাজের কারণ জানতে চাইলে তখনই শুরু হয় এলোপাথাড়ি লাঠি, রড, ধারালো অস্ত্র, ও খুর দিয়ে হামলা ও মারপিট শুরু করে।

চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আমার মেয়েকে উদ্ধার করে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এরপর আমি বাদী হয়ে রংপুর মেট্রো তাজহাট থানায় মামলার প্রস্তুতি চলছে।

 তাজহাট থানার এসআই  আল-আমিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে আসামি কে উদ্ধার করে আহত অবস্থায় হালিমা বেগম কে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই। হালিমার বাবা বাদী হয়ে তাজহাট থানায় একটি এজাহার দিয়েছে মামলাটি রুজু হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031