প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথে সানজিদা নামে দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের আলাপুর গ্রামের আমির আলীর কলোনীর পুকুরে ঘটনাটি ঘটে। সে একই ইউনিয়নের বড়ইগাঁও গ্রামের সুহেল মিয়ার মেয়ে।
সুহেল মিয়া সাংবাদিকদের জানান, স্ত্রী-সন্তান নিয়ে ৬ মাস ধরে আলাপুর গ্রামের আমির আলীর কলোনিতে বসবাস করে আসছেন তিনি। বৃহস্পতিবার দুপুরের দিকে সকলের অগোচরে তার শিশুকন্যা সানজিদা ওই কলোনীর পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সানজিদাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে থানা পুলিশ তার বাড়িতে (বড়ইগাঁও) গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট করে।
এ ঘটনায় বিশ্বনাথ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে সানজিদার পরিবার।