সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্োলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আব্দুল হাই তালুকদার, ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ।
পরে বাদ জোহর দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী। শোক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম নাজিম উদ্দিন আল আজাদ, সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আরফান আলী তালুকদার, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান, যুবলীগের সহ সভাপতি মাঈন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মোশাররফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম তালুকদার, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, আওয়ামী তরুণ লীগের আহ্বায়ক তানবির কবির প্রমুখ।
এদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগেও শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালন হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর। পরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া প্রমুখ।