সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছাতক পৌরসভার উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। সকালে পৌরসভা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা কালোব্যাজ ধারন করেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুস্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্ধ।
পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় । পৌরসভার সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন-সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির জীবনে একটি কালো অধ্যায়।
ওই দিন ৭১’র পরাজিত শত্রুদের সমন্বয়ে একদল বিপথগামী সেনা কর্মকর্তা স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল । এসব আত্মস্বীকৃত হত্যাকারীদের রক্ষা করতে একটি আইনও করা হয়েছিল। জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনীদের মৃত্যুদন্ড কার্যকর করে জাতিকে কলংকমুক্ত করেছেন। পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী মোল্লাহ, প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, সুদীপ কুমার দে, পৌর কর্মকর্তা জামাল উদ্দিন, রতন দে, কর্মচারী কেতকী রঞ্জন আচার্য্য, কল্যান ব্রত দাস প্রমুখ।