সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের ক্লাব রোডস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শওকত আলী জামিল।
ছাতক উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এস এম হারুন উর রশিদ। বক্তব্য রাখেন, জেলা শাখার প্রচার সম্পাদক কয়েছ আহমদ, আইন বিষয়ক সম্পাদক মিছবাহ আহমদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতা খলিলুর রহমান, শামীম আহমদ, আকিক আহমদ প্রমুখ।