সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকার দল আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাত বার্ষিকী পালন করা হয়েছে। ১৫ আগস্ট শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, জেলা পরিষদ সদস্য মহাতাবুল হাসান সমুজ, আ.লীগ নেতা নুরুল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, মহিলা নেত্রী সুফিয়া খানম সাথী, পৌর আ.লীগের সভাপতি ডাঃ আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ফখরুল হোসেন, পাটলি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ প্রমূখ।
এ সময় প্যানেল মেয়র-২ সুহেল আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।