সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সভা ও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার তাজপুরস্থ ডাক বাংলায় আলোচনা সভা শেষে তাজপুর কদমতলা জামে মসজিদ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালানায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক উপদপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া,আব্দাল মিয়া, ময়নূল আজাদ ফারুক, আলাউর রহমান আলা, যুগ্ন সম্পাদক তুফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, মো: আনা মিয়া, লুৎফুর রহমান, যুব ক্রিড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক ডিকে জয়ন্ত, শিক্ষা ও মানবসম্পদ বিষয় সম্পাদক এড. সাজ্জাদ হোসেন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক চুনু মিয়া,মহিলা সম্পাদিকা শামিমা হক লস্কর,দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিনছার আহমদ, সহপ্রচার সম্পাদক সেবুল মিয়া, সহদপ্তর সম্পাদক ফজলু মিয়া, সদস্য আব্দুল খালিক, আফরুজুল হক মোজাহিদ আলী, মামুনুর রশিদ খলকু, মাহবুবুর রহমান চৌধুরী,প্রতাব চন্দ্র তালুকদার, দলিল লেখক আব্দুল খালিক, মহিউদ্দির রুবেল, সাইস্তা মিয়া, আতাউর রহমান, বাবর খান প্রমুখ।
আলোচনা সভা শেষে তাজপুর কদমতলাস্থ জােেম মসজিদে মিলাদ মহফির শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুসহ পরিবারের শাহাদাত বরণকারীরা ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরবর্তী শিরনী বিতরন সম্পন্ন হয়েছে।