সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
৩৭ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কতৃক সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ বঞ্চিত ২৭ জন প্রার্থী কেন তাদের নিয়োগ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে একই সাথে কেন তাদেরকে সুপারিশকৃত স্ব-স্ব ক্যাডারে নিয়োগ প্রদানের নির্দেশনা চেয়ে রিট পিটিশন দায়ের করেন।
উক্ত রিট পিটিশনের প্রাথমিক শুনানি নিয়ে আজ রবিবার(১৬ আগষ্ট) হাইকোর্টের মাননীয় বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও মাননীয় বিচারপতি মোহাম্মদ আলী’র সমন্বয়ে গঠিত ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ ৩৭ তম বিসিএসে সুপারিশকৃত ২৭ জনকে কেন নিয়োগ দেওয়া হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলে জবাব দিতে বলা হয়েছে ।
সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, সচিব, অর্থ মন্ত্রণালয়, চেয়ারম্যান, বাংলাদেশ কর্ম কমিশন সহ চার জনকে বিবাদী করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া। অপর দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি দেবাশীষ ভট্টাচার্র্য্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।
আইনজীবী ছিদ্দিক উল্লাহ্ মিয়া রুলের বিষয়টি নিশ্চিত করে জানান, ৩৭ তম বিসিএস এ পিএসসি সবমোর্ট ১৩১৪ জন প্রাথীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ প্রদান করেন কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় বিগত সময়ে একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২৪৯ জন প্রার্থীকে বিভিন্ন পদে নিয়োগ প্রদান করলেও রিট আবেদনকারী ২৭ জনকে অদ্যবধি নিয়োগ প্রদান করা হয়নি। কিন্তু যদিও তারা নিয়োগ প্রাপ্তদের ন্যায় সকল পরীক্ষা উত্তীর্নœ হয়েছেন। তাদের নিয়োগ না দেওয়া সর্ম্পন্নভাবে সংবিধানের স্পষ্ট লংঘন। তাই তারা এই প্রজ্ঞাপন থেকে তাদের নাম বাদ দেওয়া এবং সুপারিশকৃতদের স্ব-স্ব পদে নিয়োগে প্রদানের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন।
রীটকারীগন হলেন, নাইমুর রহমান, ইমরান হাসান, মেহরাব হোসেন, বিনজির ইকবাল, মোঃ রবাইয়ত ফেরদৌস, মোঃ হাসানুর রহমান, ফারহানা হোসাইন, কামাল হোসেন, এ.এইচ, এম ইমাম হোসাইন, রাকিব আহমেদ সৈয়দ, মোঃ আবদুর রশিদ সহ ৩৭ তম বিসিএস এর সর্ব মোট ২৭ জন প্রার্থী।