ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু জেল হাজতে

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু জেল হাজতে

প্রতিনিধি/ছাতকঃঃ

ছাতকে একটি সংর্ঘষের ঘটনায় দায়েরী মামলায় হাজিরা দিতে গিয়ে ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুকে জেল হাজতে প্রেরন করেছেন আদালত।

 

সোমবার সুনামগঞ্জের চীপ জুটিশিয়ার ম্যাজিষ্ট্রেট আদালতে মজনুসহ ৩ জন হাজির হয়ে জামিন প্রার্থনা করলে ম্যাজিষ্ট্রেট বেলাল আহমদ জামিন না মঞ্জুর করে আব্দুল ওয়াহিদ মজনুকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন এবং অপর ২ জনের জামিন মঞ্জুর করেন। আব্দুল ওয়াহিদ মজনু শহরের তাতিকোনা গ্রামের মৃত আব্দুর রজাকের পুত্র ও ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান।

 

জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ১০ জুন তাতিকোনা এলাকার আব্দুল ওয়াহিদ মজনু ও মৃত আছদ্দর আলীর পুত্র আঞ্জব আলী পক্ষদ্বয়ের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ ব্যক্তি আহত হয়। এ ঘটনায় ছাতক থানায় পাল্টাপাল্টি মামলাও দায়ের করা হয়।

 

প্রতিপক্ষ আঞ্জব আলীর দায়েরী মামলায়(নং-২৬/১৬৫) আব্দুল ওয়াহিদ মজনুকে করা হয় ২ নং আসামী। ওই মামলায় সুনামগঞ্জের চীপ জুটিশিয়ার ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে আব্দুল ওয়াহিদ মজনু জামিন প্রর্থনা করলে আদাল তার জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30