প্রতিনিধি/বাহুবলঃঃ
মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকা থেকে চালককে ছুড়িঘাত করে ছিনতাই করা মোটরসাইকেল বাহুবলের রশিদপুর থেকে এলাকা থেকে উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ।গত রবিবার(১৬)আগস্ট রাত সাড়ে ১০টার দিকে এঘটনা ঘটে।
জানা যায়, মৌলভীবাজার জেলার রাজনগর থানার বিন্দাপুর এলাকার বাসিন্দা নরেন্দ্র দাসের ছেলে পার্থ সারর্তি দাস মোটরসাইকেল যোগে সিলেট রোড হয়ে বাড়ি ফিরছিলেন। সিলেট ও রাজনগর রোডে পৌছামাত্রই চালককে চুড়ি আঘাত করে হবিগঞ্জের তিন ছিনতাইকারী। তারা চালককে অচেতন অবস্থায় ফেলে রেখে মোটরসাইকেলটি ছিনতাই করে হবিগঞ্জে নিয়ে আসে।
এঘটনায় পার্থ সারর্তি দাস রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন।মামলার পরিপ্রেক্ষিতে রাজনগর থানার এস আই বিনয় কক্রবর্তীর নেতৃত্বে কল লিস্টের সূত্র ধরে বানিয়াচং বানেস্বরপাড়া এলাকার সুনীল দেব এর ছেলে লিংকন জিৎ দেবকে আটক করতে সক্ষম হয় পুলিশ।তার দেয়া সূত্রমতে বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের কুয়েত প্রবাসী জায়েদ মিয়ার বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পূর্ব ভাদেশ্বর এলাকাবাসী জানিয়েছেন, কুয়েত প্রবাসী জায়েদ মিয়ার মেয়ের জামাই উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের কাদির মিয়ার ছেলে কাওছার আহমেদ(৩২) রাজনগর থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি তার শশুর বাড়ি পূর্ব ভাদেশ্বর গ্রামে রেখে পালিয়ে যায়। রবিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ওয়ার্ড মেম্বার নাছিম উদ্দিন সহ স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে যায় রাজনগর থানা পুলিশ। মামলার অপর আসামী হচ্ছে লাখাই উপজেলার করাব এলাকার মিজানুর রহমানের ছেলে জিয়াউর রহমান(২৮) তারা তিন বন্ধু মিলে সাইকেল চালক পার্থ সারর্তি দাসকে ছুড়িঘাত করে গত-১৮জুলাই মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে আসে।