রংপুরে ৪৯০ বোতল ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে গ্রেফতার -১

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

রংপুরে ৪৯০ বোতল ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে গ্রেফতার -১

 

শরিফা বেগম শিউলী/ রংপুরঃঃ

রংপুর সদর থানার পাগলাপীর গোকুলপুর এলাকায় ৪৯০ বোতল ফেন্সিডিলসহ নান্নু মিয়া ওরফে ঠান্ডু (৬৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যার-১৩ মিডিয়া অফিসার খন্দকার গোলাম মোর্তুজা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি বিশেষ আভিযানিক দল ১৭ আগস্ট ২০২০ বিকালে রংপুর জেলার কোতয়ালী থানাধীন গোকুলপুর গ্রামস্থ পাগলাপীর বাজারে “মেসার্স যমুনা ফিলিং স্টেশন” এর সামনে পাকা রাস্তার উপ সন্দেহভাজন ০১টি ট্রাক তল্লাশী করে। তল্লাশী চলাকালে ট্রাকের তেলের ট্যাংকির মাঝে বিশেষ কায়দায় লুকানো ০২টি প্লাস্টিকের বস্তায় ভিতর রক্ষিত অবস্থায় সর্বমোটঃ ৪৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ নান্নু মিয়া ওরফে ঠান্ডু (৬৩), পিতা-মৃতঃ বোরহান আলী, সাং-শংকরপুর (তেঘড়িপাড়া), পোষ্ট-মোকামতলা, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াথকে গ্রেফতার করা হয়।

এছাড়াও ট্রাক ও গণপরিবহনে মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031