সিলেটে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতির উদ্বোধন

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

সিলেটে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতির উদ্বোধন

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ . কে. আব্দুল মোমেন এমপি। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত প্রতিকৃতিটি উন্মোচন করেন তিনি।সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত প্রতিকৃতিটি উদ্বোধনের পরে তাতে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

 

প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,

 

সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সিলেট আদালতের জিপি এডভোকেট রাজ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল খালিক, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031