প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার ১১টা ৫মিনিটের সময় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ধর্মঘর বাজার এলাকা থেকে পেশাদার এক মাদক ব্যবসায়ী মোঃ দ্বীন ইসলাম(২০) কে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি এ.কে.এম কামরুজ্জামান জানান, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নিজনগর গ্রামের মোঃ আবুল মিয়ার পুত্র দ্বীন ইসলাম এর কাছ থেকে ৬৮ বোতল ফেন্সিডিল সহ ১টি মোবাইল উদ্ধার করে জব্দ করেন।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।