সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। গত0 করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৮৬৮ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ২৫৩ জন।আজ বৃহস্পতিবার দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫৯টি। এ থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৮৬৮ জন। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন।এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮২২ জনে। আর নতুন করে ৩ হাজার ২৫৩ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।