প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথে কামরুল ইসলাম (৩০) নামের এক পলাতক আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের নরশিংপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার (২০ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে নরশিংপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বনাথ থানার এসআই ওসমান গনির নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মারামারির মামলা রয়েছে।
ওই মামলায় আদালত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এরপর থেকে আসামি পলাতক ছিল। পলাতক আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই ওসমান গনি সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।