সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শালমারা গ্রামের বিভিন্ন বাড়িতে রহস্যজনকভাবে আগুনের ঘটনা ঘটছে। এ নিয়ে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অবশ্য, স্থানীয় প্রশাসন গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
আগুনের উৎস সম্পর্কে জানতে গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুজন কর্মকর্তা।
আগুনের ব্যাপারে স্থানীয়রা জানান, গত এক মাস ধরে মাঝে মধ্যেই আগুন লেগে যাচ্ছে। বিভিন্ন বাড়িতে কাপড়চোপড়, বিছানাপত্র ও খড়ের গাদায় রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটছে।
কীভাবে এ আগুন লাগছে, বুঝতে পারছেন না বিশ্বম্ভরপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। তবে তারা জানিয়েছেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে উপজেলা প্রশাসনের আহ্বানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের দুই সদস্যের বিশেষজ্ঞদল। তারা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে নিয়ে গেছেন।
বাপেক্স’র প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।