আবুল ফয়েজ খান কামাল/ফেঞ্চুগঞ্জঃঃ
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে দেশে আসছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মেধাবী সন্তান কামনা শীষ চন্দ্র তন্ময়(২৫) এর লাশ।আগামীকাল রবিবার (২৩ আগষ্ট) টার্কিশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে ভোর পাঁচটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছানোর কথা তন্ময়ের লাশ।বিষয়টি নিশ্চিত করেছেন তন্ময়ের চাচাতো ভাই শুদ্বীপ চন্দ্র। মাল্টায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের ঐক্লান্তিক প্রচেষ্টার ফলে দীর্ঘ ১১২ দিন পর কামনা শীস চন্দ্র তন্ময়ের মরদেহ বাংলাদেশে আসছে।
তন্ময়ের মরদেহ ফেঞ্চুগঞ্জে নিয়ে আসার জন্য আজ রাতে (শনিবার) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন তার পরিবারের লোকজন। রবিবার তন্ময়ের মরদেহ ফেঞ্চুগঞ্জে নিয়ে আসার পর তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান তিনি। ফেঞ্চুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ি রাজনপুর গ্রামের কৃপেস চন্দ্র (তপন) ও ঝুমা শীলের জ্যেষ্ট পুত্র কামনা শীষ চন্দ্র তন্ময়।মা-বাবা আদর করে ডাকতেন শান্ত বলে।অসম্ভব মেধাবী শান্ত ২০১১ সালে কাসিম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ২০১৩ সালে ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স এ অনার্স সম্পন্ন করেন।মেধাবী ছাত্র তন্ময় এ বছরের ২ই জানুয়ারি স্টুডেন্ট ভিসায় পাড়ি দেন মাল্টায়। গত ২ই মে শনিবার মাল্টার সময় বিকাল ৪:৩০ মিনিটে মাল্টা মালিহা শহরের করাল লেগুনা পর্যটন কেন্দ্রে সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে সাঁতার কাটতে যেয়ে সাগরের উত্তাল ঢেউয়ে তলিয়ে যায় শান্ত। মাল্টা সরকারের উপকূলীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ৪ মে বিকালে তার লাশ উদ্ধার করে।তারপর প্রায় সাড়ে তিন মাস ধরে তন্ময়ের লাশটি মাল্টায় রাখা হয়।অবশেষে আগামীকাল রবিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় চিরদিনের মত শান্ত হয়ে মা-বাবার কাছে আসছে শান্তের মরদেহ।