সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।রোববার তার করোনার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান।
তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা তার বাসায় অবস্থান করছিলেন। গতকাল নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে। তিনি এখন ভালো আছেন। সবার দোয়া চেয়েছেন।
গত ১২ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, তার করোনা পজিটিভ।