প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলায় আউশ ধান উৎপাদনকারী কৃষদের নিয়ে ‘মাঠ দিবস’ অনুুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা উপ-পরিচালক মোঃ সালাহ উদ্দিন।
কৃষি অফিসের এএইও মনোজ কান্তি দেবনাথের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বিমল চন্দ্র সোম, মনিটিরিং কর্মকর্তা (সিলেট অঞ্চল) মো. ফরহাদ মিয়া।সভায় উপস্থিত কৃষকদের উন্নতমানের বীজ উৎপাদন প্রদ্ধতি এবং সহজে প্রাপ্তির বিষয়ে এই প্রকল্পের উদ্দেশ্য, কার্যাবলী ও কৃষি সম্পর্কিত সামগ্রিক দিক নিদের্শনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উজেলা কৃষি অফিসের এইও মো. শাকিল খন্দকার, এইও মোঃ ফয়জুল হক, এসএপিপিও শাহ কামরান আহমদ ও বিরেন্দ্র চন্দ্র নাথ ও স্থানীয় কৃষক-কৃষাণী।অনুষ্ঠান শেষে কৃষকদের সাথে নিয়ে অতিথিরা স্থানীয় শাখারীকোনা ও লামাকাজী ইউনিয়নে প্রস্তুতকৃত ভাসমান বীজতলা পরিদর্শন করেন।