সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে আবুল কালাম আজাদ হত্যাকান্ডের ঘটনায় ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলাবার নিহতের বড় ভাই জামাল উদ্দিন বাদী হয়ে গোবিন্দগঞ্জ নৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত জমসিদ আলীর পুত্র নূর আলী ও মৃত মদরিছ আলীর পুত্র শাহ আলমসহ ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা(নং-২৮) দায়ের করে।
সোমবার ঘটনাস্থল থেকে আটককৃত নূর আলী ও শাহ আলমকে মঙ্গলবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নূর আলী ও শাহ আলমকে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে। আদালতে আসামীরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।
এদিকে, মঙ্গলবার বিকেলে নিহত আবুল কালাম আজাদের যানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার শিশুর সাইকেল চালানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত পীপুর গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র আবুল কালাম আজাদ।