সিলেট ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ভক্ত রাহিম উল্লার সাহায্যের আবেদন করছেন। জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা রাহিম উল্লাহ পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক। সহজ-সরল রাহিম উল্লাহ সব সময় পরিকল্পনামন্ত্রীর গুণকীর্ত্তন করে থাকেন। যে কারণে তিনি পরিকল্পনামন্ত্রী ভক্ত হিসেবে পরিচিত।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে এমএ মান্নানের নৌকা প্রতীকের পক্ষে দিনরাত কাজ করেছেন রাহিম উল্লাহ। নির্বাচনী ব্যানার, পোস্টার, লিফলেট বিতরণ ও প্রচারণা করেন। এক সময় রাহিম উল্লাহ হৃদ রোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গরুসহ সহায় সম্বল বিক্রি করে দীর্ঘদিন চিকিৎসা করালেও এখন পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ্য নন।
বর্তমানে তিনি মানবেতর জীবন-যাপন করছেন। তাই চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছেন রাহিম উল্লাহ। ২৭ আগস্ট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পরিকল্পনামন্ত্রী বরাবরে তিনি এ আবেদন করেন।