‘মুজিববর্ষে বঙ্গবন্ধুর আরেক খুনিকে দেশে এনে বিচার করতে পারব’

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

‘মুজিববর্ষে বঙ্গবন্ধুর আরেক খুনিকে দেশে এনে বিচার করতে পারব’

লন্ডন বাংলা ডেস্কঃঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মধ্যে যাদের আমরা চিহ্নিত করতে পেরেছি তাদের একজনের ব্যাপারে আমরা কিছুটা আশাবাদী। এখনো এটা আইনের মারপ্যাচে রয়েছে। এ ব্যাপারে যা করা দরকার সরকার সেই ব্যবস্থা নিয়েছে। আমরা বিশ্বাস করি মুজিববর্ষে বঙ্গবন্ধুর আরেক জন খুনিকে দেশে এনে বিচারের সম্মুখীন করতে পারব।

 

আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর অপর যে খুনি কানাডায় পালিয়ে রয়েছে সে বিষয়ে সরকার বেশ অগ্রসর হয়েছে। তবে বাকি তিনজন কোথায় আছে বা কি নামে আছে তার সঠিক তথ্য এখনও নেই। আমরা সকল মিশনকে পত্র লিখেছি, তাদের সাথে আলাপ করেছি। যাতে আমরা পলাতক খুনীদের সনাক্ত করতে পারি।

 

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী বেদীতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দলীয় নেতার্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930