ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

 
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে কবর স্থানের রাস্তাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৪জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার দুপুরে চরমহল্লা ইউনিয়নের আব্দুল্লাচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূতে জানা যায়, গ্রামের আরকুম আলীর পুত্র আসমত আলী ও মৃত ফজর আলীর পুত্র সিদ্দেক আলী পক্ষদ্বয়ের মধ্যে গ্রামের কবর স্থানের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল।

 

আসমত আলী ক্রয়কৃত গ্রামের কবরস্থানের রাস্তার জন্য তিন শতক ভুমির পাশে একই দাগের জমি ১৫ শতক ভুমির ক্রয় সূত্রে মালিক হন সিদ্দেক আলী।

 

শনিবার দুপুরে আসমত আলী কবরস্থানের রাস্থায় মাটি ভরাট করতে গেলে সিদ্দেক আলী পক্ষ এতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজনতুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত রিপন মিয়া (২০), উকিল আলী (৬০), জিতু মিয়া (৫৫), আশিক মিয়া (৩০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চান্দ আলী (৬০), শফিকুল হক (২২), লাল মিয়া (৩৫), আঈনুল হক (১৮), সরকুম আলী (৬৫), আলাল মিয়া (২৫), আনোয়ার মিয়া (৩০), আয়না মিয়া (৪০), সুন্দর আলী (২২), আসমত আলী (৫০), আঙ্গুর মিয়া (২৫), সাদিকুর রহমান (২৫), আতিকুর রহমান (৩৫), মহিব (১৮), সাগর (২০) সহ আহতদের কৈতক হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

 

খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এহতেশাম, এএসআই রেজাউল করিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031