সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
জাতীয় সংসদের প্যানেল স্পীকার, মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, স্বপরিবারে বঙ্গবন্ধু হত্যা করে এদেশে আবারো পাকিস্তানী শাসন করার সকল ষড়–যন্ত্র মুজিবকন্যা শেখ হাসিনা নস্যাৎ করে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা পাকিস্তান পিয়ারীদের লালিত স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত করেছেন। মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঝান্ডা উর্ধ্বে তুলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা।
তিনি বলেন, এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা দেখে প্রতিহিংসা চরিতার্থ করতে এখনো সেই ষড়যন্ত্রকারীরা সুযোগের অপেক্ষায় রয়েছে। ঘাপটি মেরে থাকা এসব স্বাধীনতা বিরোধিদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। শনিবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে ছাতক উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমেদের সভাপতিত্বে ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশীদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালভাবে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, শোককে শক্তিতে পরিনত করে দেশের অগ্রযাত্রায় সবাইকে অংশ গ্রহন করে মানবতার নেত্রী হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।
দলের আদর্শ ও নীতির মধ্যে থেকে বঙ্গবন্ধুর সোনারবাংলা গড়ার কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ভার্চুয়ালভাবে সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান।
এ ছাড়া সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য আতিকুর রহমান আতিক, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য গিয়াস মিয়া, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা কদর মিয়া, সাবেক চেয়ারম্যান ফজর আলী, নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, আব্দুল মছব্বির, আখলাকুর রহমান, মুজাহিদ আলী, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, দবিরুল ইসলাম, ফিরোজ আলী, আব্দুল আউয়াল, নুরুল ইসলাম, নাসির উদ্দিন, এড শামসুর রহমান, এড আশিক আলী, সিরাজুল ইসলাম, মাফিজ আলী, বাবুল রায়, সাব্বির আহমদ, সুনামগঞ্জ জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মুহিবুর রহমান, ছাতক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপন, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম প্রমুখ।