সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০
প্রতিনিধি/গোলাপগঞ্জঃঃ
বাংলাদেশ স্কাউটস জাতীয় কাব স্কাউটস ট্রেনিং টীমের সদস্য পদে সম্মাননা পেলেন সিলেট অঞ্চলের একমাত্র কাব স্কাউটস লিডার ট্রেইনার গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লিডার ট্রেইনার বুরহান উদ্দিন আহমদ। তিনি বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলে কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে একমাত্র লিডার ট্রেনার (এলটি)। তিনি স্কাউটিং জীবনে স্কাউট সার্টিফিকেট অ্যাওয়ার্ড, ম্যাডেল অব মেরিট, বার টু দা ম্যাডেল অব মেরিট গৌরব অর্জন করেছেন। এছাড়া তিনি ডিজাস্টার রেসপন্স টীমের একজন মাস্টার ট্রেনার, প্রাথমিকের বিষয় ভিত্তিক ইংরেজী ও শারীরিক শিক্ষা বিষয়ের মাস্টার ট্রেনার। এ ছাড়া তিনি বাংলাদেশ মানবাধিকার বাস্থবায়ন সংস্থার গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি।