সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০
কলি বেগম/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক মেরামতের দাবিতে ফুসে উঠেছেন সর্বস্তরের জনতা। প্রতিবাদে চলছে আন্দোলন। আন্দোলনের অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এ নিয়ে ৩০ আগস্ট রোবাবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা প্রককৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, সড়কে কাজ পাওয়া ঠিকাদার প্রতিনিধি সাকলাইন মিয়া, প্রতিবাদীদের মধ্যে সাবেক ইউপি সদস্য আবদুল করিম গেদন, নুরুল ইসলাম, জেলা শ্রমিক নেতা মিন্টু মিয়া, উপজেলা মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়া, সাধারণ সম্পাদক রেজন মিয়া, জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজর, মাইক্রোবাস সমিতির সভাপতি বশির আহমদ আলফু প্রমূখ।
সভায় আলোচক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘোষণা দেন আগামী ৩১ আগস্ট সোমবার থেকে সড়কে আবারো মেরামত কাজ শুরু হবে। তা না হলে প্রতিবাদীদের সাথে আমিও থাকবো।
তবে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার জানান, জগন্নাথপুর-সিলেট সড়কের জগন্নাথপুর থেকে কেউনবাড়ি পর্যন্ত ২৫ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার মেরামত কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান হামিম সালেহ জেবি। গত পহেলা ফেব্রুয়ারিতে কাজ শুরু হলেও করোনা ও বন্যা দুর্যোগের কারণে কাজ পিছিয়ে যায়। এখন আবার শুরু হচ্ছে কাজ। চলবে দ্রত।