দোয়ারাবাজারে প্রতিপক্ষকে ঘায়েল করতে অপপ্রচারের অভিযোগ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

দোয়ারাবাজারে প্রতিপক্ষকে ঘায়েল করতে অপপ্রচারের অভিযোগ

 

প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রতিপক্ষকে ঘায়েল করতে মসজিদের টাকা আত্মসাতের নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার দোহালিয়া ইউনিয়নের গুরেশপুর গ্রামের বাসিন্দা ও গ্রামের বায়তুল আমান জামে মসজিদের সাবেক মতোয়াল্লী জয়নাল আবেদিন ও তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে মসজিদের টাকা আত্মসাতের নামে তাদের মানহানী করার উদ্দেশ্যে সম্প্রতি একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ অনলাইনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।

 

জয়নাল আবেদিনের অভিযোগ, আমি মসজিদের মতোয়াল্লী থাকা অবস্থায় আমাদের গ্রামের কবরস্থানের উপর দিয়ে স্থানীয় মেম্বার চেয়ারম্যান মিলে একটি রাস্তার প্রকল্প তৈরি করে। গ্রামবাসিকে নিয়ে এই প্রকল্পের বিরোধিতা করায় স্থানীয় মেম্বার বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। এতে আমিসহ আমাদের পরিবারের ৪জনকে আসামি করা হয়। থানা কর্তৃপক্ষ মামলাটি কোর্টে দিয়ে দেয়। পরবর্তীতে কোর্টে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। এই করবস্থানের উপর দিয়ে রাস্তা না হওয়ার দাবিতে গ্রামবাসী সবাই মিলে মানববন্ধন করে। কিন্তু গ্রামবাসীর দাবি উপেক্ষা করে পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মাণ করা হয়। আমি নিরুপায় হয়ে ২০১৮ সালের ০২ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের নিকট একটি লিখিত অভিযোগ করি। পরবর্তীতে দীর্ঘ আটমাস পর কবরস্থানে উপর দিয়ে রাস্তা না করার একটি নির্দেশ আসে।

 

পরে আমি ওই প্রকল্পটি আরেকটু গভীর ভাবে অনুসন্ধান করে দেখতে পাই প্রকল্পটি সম্পূর্ণ ভুয়া। শুধু তাই নয় ওই অর্থ বছরে ইউনিয়নে আরো ৭টি ভুয়া প্রকল্পের খোঁজ পাই যেগুলোর কোনোটিরই কোনো ধরনের কাজ হয়নি। তখন আমি বাদী হয়ে ওই সাত ভুয়া প্রকল্পের উপর জেলা প্রশাসকের নিকট একটি অভিযোগ দাখিল করি। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ২০ আগস্ট জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে আমাকে একটি নোটিশ প্রদান করা হয়। নোটিশে ২৫ আগস্ট সাত প্রকল্পের বিষয়টি সরেজমিনে তদন্ত হওয়ার কথা জানানো হয় এবং আমাকেও ওইদিন উপস্থিত থাকতে বলা হয়। গত ২১ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর বায়তুল আমান জামে মসজিদে আমি বিষয়টি গ্রামবাসীকে অবহিত করি। ওইদিন স্থানীয় মেম্বার ও মেম্বারের লোকজন মসজিদে উপস্থিত ছিলো।

 

আমি সাত প্রকল্পের উপর অভিযোগ করার কারণে এবং কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মাণসহ দূর্নীতির প্রতিবাদ করায় জুমার নামাজের পর মেম্বার-চেয়ারম্যানের লোকজন আমার উপর অতর্কিত হামলা করে। আমাকে উদ্ধার করতে আসলে তারা আমার পরিবারের লোকজনের উপরও হামলা করে। আমাদের বাড়িতে লুটপাট করে। আমাদের উপর পরিকল্পিত হামলার বিষয়টি ধামাচাপা দিতে ওইদিন-ই হাতেগোনা কিছু অনলাইনে সংবাদ দিয়ে মসজিদের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মিথ্যা অপপ্রচার করা হয়। অথচ ঘটনার দিন মসজিদের টাকার বিষয়ে কোনো আলোচনা-ই উঠেনি। আর আমাদের উপর মসজিদে হামলার ঘটনা ঘটেছে ২১ আগস্টে কিন্তু এর প্রায় এক মাস আগে গত ৩১ জুলাই আমি মসজিদের সমুদয় টাকা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মসজিদ কমিটির নিকট হস্তান্তর করি।

 

দূর্নীতির প্রতিবাদ করায় আমাদের উপর পরিকল্পিত হামলার বিষয়টি ধামাচাপা দিতে অসৎ উদ্দেশ্যে আমার এবং আমার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করেে মসজিদের টাাকা আত্মসাতের নামে বিভিন্ন সংবাদ মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। অভিযোগে, প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জয়নাল আবেদিন। ষড়য়ন্ত্রকারীদের অপপ্রচারে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তিনি। অপপ্রচারকারীদের বিরুদ্ধে মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান জয়নাল আবেদন।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031