সিলেট ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ঝিনাইদহের কালীগঞ্জে তৈরি পাটের জুতা এখন বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে চাহিদা অর্জন করেছে। উপজেলার রঘুনাথপুর গ্রামে নারীদের হাতে পাটের তৈরি মানসম্মত বিভিন্ন ধরনের জুতা ফ্রান্স, প্যারিস, জার্মানসহ বিভিন্ন দেশে ফ্যাশন শোতে ব্যবহৃত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে রফতানিও করা হচ্ছে।
এই জুতা তৈরি করছে অ্যামাস ফুটওয়্যার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। আর এ প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে এলাকার প্রায় ৫০০ নারীর। তাদের মধ্যে অধিকাংশই গৃহিণী। বাড়ির কাজের পাশাপাশি তারা হাতে তৈরি করছেন পাটের জুতা। অনেক নারী এখান থেকে আয় করে সংসার চালাচ্ছেন।
অ্যামাস ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবাইদুল হক রাসেল জানান, পড়াশোনা শেষ করে তিনি নিজে কিছু করতে চেয়েছিলেন। তিনি ঢাকায় প্রথম গার্মেন্ট ব্যবসা শুরু করেন। এর পর ২০১৬ সালের দিকে তিনি এলাকার মানুষের জন্য কিছু করার আগ্রহ নিয়ে এবং দেশের পাটশিল্পকে বিশ্বের মাঝে তুলে ধরার জন্য আগ্রহ দেখান।
তিনি কালীগঞ্জ উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের রঘুনাথপুর বাজারের পাশে ৪৪ শতক জমি কিনে পাটের জুতা তৈরির কারখানা করেন। তিনি দেশ ও বিদেশ থেকে কিছু মেশিনও সংগ্রহ করেন। এর পর বিভিন্ন পাটের কারখানা থেকে উৎপাদিত পাটের কাঁচামাল ক্রয় করে এনে এখানে পাটের জুতা তৈরি শুরু করেন। তার উৎপাদিত পাটের জুতা ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, চীন, জাপানসহ বিভিন্ন দেশে রফতানি হচ্ছে।