সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পালন করা হয়েছে ১ সেপ্টেম্বর রাণীগঞ্জ আঞ্চলিক গণহত্যা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাণীগঞ্জ শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-১৯৭১ সালের ১ সেপ্টেম্বর শান্তি কমিটির আহবানে রাণীগঞ্জ বাজারে নিরীহ জনতাকে সমবেত করে পিচমোড়া দিয়ে বেধে গুলি করে হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনী। এতে শতাধিক জনতা শহীদ হন। দেশ স্বাধীনের পর থেকে রাণীগঞ্জ আঞ্চলিক গণহত্যা দিবস পালন হয়ে আসছে।