মৌলভীবাজারে ছাত্রনেতা জাকেরের ‘আর্সেনিক এলবাম’ বিতরণ

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

মৌলভীবাজারে ছাত্রনেতা জাকেরের ‘আর্সেনিক এলবাম’ বিতরণ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মৌলভীবাজার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রমজীবী-মেহনতী সাধারণ মানুষদের মধ্যে নিজস্ব অর্থায়নে ‘আর্সেনিক এলবাম’ বিতরণ করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)। বুধবার সকাল ১১ টায় মৌলভীবাজার সদর উপজেলার কুসুমবাগ পুলিশ বুথের সামনে আর্সেনিক এলবাম বিতরণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলী।

এছাড়া উপস্থিত ছিলেন- মৌলভীবাজার শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ধ্রুবতারা জেলা কমিটির আহ্বায়ক শেখ মিজানুর রহমান সাহেল, আহমদ রুবেল, সৈয়দ আশিক আলী, বিকাশ চক্রবর্তী প্রমুখ।

জাকের বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন গরিব দুঃখী মেহনতী মানুষদের জয়গান গেয়েছেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার গরীব দুখী মেহনতী মানুষ গুলো যাতে ভালো থাকে তারি লক্ষ্যে প্রধানমন্ত্রী নির্দেশে”তিনি বলেন, “করোনা শুরুর প্রথম থেকে এখন পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি ইনশা-আল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখেন আগামী দিনগুলোতে আরও বেশি কাজ করে যাব।”

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031