ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচির আওতায় উমরপুরে গাভী বিতরণ

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচির আওতায় উমরপুরে গাভী বিতরণ

 প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগরে ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচির আওতায় উমরপুর  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দারিদ্র বিমুচন ও হতদরিদ্র ভিক্ষকদের স্বাবললম্ভি করতে গাভী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে গাভি বিতরণ উপলক্ষে উমরপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এক আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। এসময় উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিরিয়া বলেন, উমরপুর ইউনিয়নকে ভিক্ষক মুক্ত করার আওতায় হতদরিদ্র ভিক্ষকদের স্বাবলম্ভি করতে ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচির আওতায় গাভী বিতরণ করা হচ্ছে। উমরপুর ইউনিয়নে যাতে কোন ভিক্ষক না থাকে সবাই যাতে স্বালম্ভি হন সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, উমরপুর ইউনিয়ন সচিব মারতি নন্দন ধাম, ইউপি সদস্য রুকম আহমদ চৌধুরী, আমিরুল ইসলাম শিকদার, আব্দুল আলিম খুকন প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31