সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে জান্নাতুল আক্তার নামের এক বছর সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত জান্নাতুল আক্তার উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের বাসিন্দা মো. বাচ্ছু মিয়ার মেয়ে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। বুধবার বিকালে পাঁচ টার দিকে বাড়ির আঙিনায় খেলা করছিল জান্নাতুল আক্তার ।
বাড়ির আঙিনায় হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকাল সাড়ে পাঁচ টার দিকে বাড়ির সামনের ডোবা থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।