সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে প্রাইভেট কারের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেগমপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, শুক্রবার বিকাল ৫ টার দিকে উপজেলার বেগমপুর বাজার নামকস্থানে সিলেটগামী প্রাইভেট কার ঢাকা (মেট্রো গ- ১৩-৯৭০৭) বাইসাইকেল আরোহী নাঈম আহমদ (১৫)কে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত নাঈম আহমদ উপজেলার চাতলপাড় মোকাম পাড়া গ্রামের সোলেমান মিয়ার পুত্র। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি জব্ধ করা হয়েছে।