সিলেট ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনার নিরব আঘাত চলছে। যদিও করোনাকে মানুষ পাত্তা দিচ্ছেন না। হাট-বাজারে বেশির ভাগ মানা হচ্ছে না সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি। যে কারণে করোনা দিনে দিনে নিরব আঘাত করে যাচ্ছে। এরই ধারবাহিকতায় ৩ সেপ্টেম্বর রাতে নতুন করে করোনায় আরো ২ জন আক্রান্ত হন। এ নিয়ে জগন্নাথপুরে মোট ১৫০ জন আক্রান্ত হলেন। এর মধ্যে ১৩১ জন সুস্থ্য হয়েছেন। তবে ইতোমধ্যে করোনায় সিলেটের তালিকায় জগন্নাথপুর উপজেলার ২ জনের মৃত্যু হয়েছে। তাই নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে সবার প্রতি আহবান জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর।