সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন।
শনিবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধদের দেখতে এসে এ ঘোষণা দেন তিনি।জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, “মর্মান্তিক এ দুর্ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। নিহতদের দাফন-কাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া, চিকিৎসাধীন আহতদের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হবে। পরে আরও সহায়তা করা হবে।
তিনি বলেন, “এখানে অনেক দরিদ্র পরিবার রয়েছে। তাদের অনেকের ঘরে হয়তো খাবারও নেই, আমরা তাদের বাড়িতে গিয়ে চাল-ডালসহ খাদ্য সামগ্রী দিয়ে আসব।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঘটনা তদন্তে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে যে দোষী সাব্যস্ত হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক আরও বলেন, “আমাদের জেলা প্রশাসনের একজন সহকর্মীও গুরুতর আহত হয়েছেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন। এখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দগ্ধদের চিকিৎসা করানো হচ্ছে। উল্লেখ্য, রিপোর্ট লেখা পর্যন্ত ওই বিস্ফোরণের ঘটনায় মসজিদের মুয়াজ্জিন ও এক শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও চিকৎসাধীন আরও ২৬ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।