সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
প্রতিনিধি/ফেঞ্চুগঞ্জঃঃ
সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর মোস্তফার বাঁধ এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত যুবকের নাম আল আমিন। সে উত্তর কুশিয়ারা ইউনিয়নের পাঠানচক গ্রামের আয়াজ আলীর ছেলে বলে জানা যায়।
স্থানিরা জানান, আল আমিন কানে হেডফোন লাগিয়ে মোবাইল হাতে নিয়ে রেললাইন বসেছিলেন, এসময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান আল আমিন। তার মাথা ও হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পরিবারে চলছে শোকের মাতম।
৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ, জিলু বলেন,দূর্ঘনার খবর পেয়েই ঘটনাস্থলে ছোটে আসে জিআরপি পুলিশের একটি টিম।তারা আল আমিনের মৃত দেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।বাদ আসর আল আমিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।