বিশ্বনাথে ইউএনও’র নিরাপত্তায় আনসার মোতায়েন

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

বিশ্বনাথে ইউএনও’র নিরাপত্তায় আনসার মোতায়েন

 

প্রতিনিধি/বিশ্বনাথঃঃ

 

সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার সরকারি বাসভবনে ৪জন অস্ত্রধারী আনসার মোতায়েন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে তাদেরকে নিয়োগ দেয়া হয়। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল জানান, আপাতত ৪জন আনসার আমার বাসভবনের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তাদের সদস্যের সংখ্যা আরো বাড়তে পারে।

 

বিশ্বনাথ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সরকারি বাসভবনের নিরাপত্তার বিষয়ে আমাদের বিশেষ নজরদারি রয়েছে। উল্লেখ্য, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বীর মুক্তিযোদ্ধা বাবার উপর সরকারি বাসভবনে সন্ত্রাসী হামলার ঘটনায় সরকার সারাদেশের ইউএনওদের নিরাপত্তায় দ্রুত আনসার নিয়োগ দেয়ার নির্দেশ প্রদান করে।

Spread the love

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031