বিশ্বনাথের করোনা আক্রান্ত ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন হাসপাতালে

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

বিশ্বনাথের করোনা আক্রান্ত ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন হাসপাতালে
১৩৫ Views

 

প্রতিনিধি/বিশ্বনাথঃঃ

করোনাভাইরাসে অক্রান্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনার শারীরিক অবস্থার অবনতি হলে আজ শনিবার সকালে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে তিনি ও তার ছোট ছেলে তাহমিদ হক (২০)কে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিচ্ছেন তারা।

 

অপরদিকে, নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে করোনায় আক্রান্ত পরিবারের অন্য দুই সদস্য চেয়ারম্যান পত্নী সামিয়া বেগম ও তাঁর বড় ছেলে ফাহমিদ হক (২২)। এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারম্যানের ভাইপো টিপু আলী। সূত্র জানায়, গেল বুধবার উপসর্গ নিয়ে পরীক্ষার জন্যে নুমনা দেন ছয়ফুল হকসহ তার পরিবারের চার সদস্য। পরে শুক্রবার সন্ধ্যায় কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আসে তাদের। শনাক্তের পরদিন শনিবার শারীরিক অবস্থার অবনতি হয় চেয়ারম্যান ও তার ছোট ছেলের। পরে সকালে সিলেট শামসুদ্দিন হাসপাতালে নেয়া হয় দু’জনকে।

Spread the love

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031