সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা মামলার প্রধান আসামি আসাদুল ইসলামকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রবিবার দুপুরের পর তাকে আদালতে নেওয়া হবে বলে জানা গেছে।
দিনাজপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানান, গতকাল শনিবার সন্ধ্যায় আটক আসাদুলকে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে রাতে পুলিশ দিনাজপুর ডিবির কাছে তাকে হস্তান্তর করে। আসাদুল ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। গত শুক্রবার ভোরে হিলি থেকে আটক করা হয়।
প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা করে দুর্বৃত্তরা। বর্তমানে ইউএনও ওয়াহিদা খানম ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন।