সিলেট ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে মজলিশপুর হাজি রেহান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম আব্দুল মোনায়েম এর মৃত্যুতে শোক সভা ও স্থৃতিচারণ অনুষ্ঠান, মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার উমরপুর ইউনিয়নের মজলিশপুর হাজি রেহান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মজলিশপুর ও মিঠাভরাং গ্রামবাসীর উদ্যোগে খতমে আম্বিয়া ও মিলাদ মাহফিল শেষে অনুষ্টিত হয় স্মরণ সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি উমরপুর ইউপি চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়া।বিশেষ অতিথি ছিলেন,ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, ওসমানীনগর থানার এস আই আমিন‚ল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো: আনোয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোযার মিয়া,সমাজসেবী শাহনুর রহমান শানুর,ইউপি সদস্য আব্দুল হান্নান,মাহফুজুলহক আখলু,রুকন আহমদ চৌধুরী,গোলাম মোস্তফা আলাল, কৃষকলীগ নেতা আলহাজ¦ বদরুল আলম আব্দাল, আওয়ামীলীগ নেতা রফিক আহমদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ খান। অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বক্তারা বলেন, মরহুম আব্দুল মোনায়েম অবহেলিত এলাকার শিক্ষা বিস্তারে পালন করেছেন বলিষ্ঠ ভ‚মিকা।
প্রতিষ্ঠাকাল থেকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নসহ অবহেলিত এ এলাকার সমাজ কল্যাণে রয়েছে তার ব্যাপক অবদান। তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গন হারলো এক গুনী শিক্ষককে। এ অঞ্চলের লোকজন হারিয়েছেন সর্বগুনে গুনান্নিত এক মানুষ গড়ার কারিগড়কে। তাঁর মৃত্যু অপ‚রণীয়। শোক সভা শেষে গ্রামবাসীর সাথে মতবিনিময় কালে উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে মজলিশপুর এলাকার নষ্টা গাংয়ের উপর প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্যরে সেতু নির্মানের অনুমোদন পেয়েছে।
অনান্য আনুসাঙ্গিক কার্যাদি শেষে খুব শিগ্রই সেতুটির নির্মান কাজ শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের বাস্থবায়নে গ্রাম কে শহরে রুপান্তরের ধারাবাহিকতায় এলাকার দীর্ঘদিনের দাবি নষ্টা গাংয়ে সেতু নির্মানের কাজ দ্রæত বাস্থবায়নে আমরা নিজ উদ্যোগে সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষনিক যোগাযোগসহ সার্বিক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি। এসময় ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলার লক্ষাধিক মানুষের দীর্ঘ দিনের দাবি নষ্টা গংয়ের উপর সেতু নির্মান কাজের বাস্থবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ায় গ্রামবাসী দলমত নির্বিশেষে ইউপি চেয়ারম্যন গোলাম কিবরিয়াসহ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নজলুকে সাধুবাদ জানাতে দেখা যায়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |